ডেস্ক নিউজ । ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বে-টার্মিনাল সড়কের পাশে গাড়ি থামিয়ে বিটুমিন চুরি করতে গিয়ে আটক হয়েছেন তিনজন। পরে ঘটনাস্থলে র্যাব গিয়ে আটককৃতদের নিয়ে যায়।
রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে টায় এ ঘটনা ঘটে। অভিযান চলে রাত ১০ টা পর্যন্ত ।
আটককৃতরা হলেন- চক্রের মূল হোতা ইরফান (৩৫), মো. হাসান (৩০) ও গাড়ি চালক শাহ আলম (৪৫)। তাদের কাছ থেকে ১৮ হাজার লিটারের একটি ট্যাঙ্ক গাড়ি (চট্টমেট্টো-ঢ-৪১০২-৫১), ১৮ হাজার লিটারের একটি বিটুমিন পূর্ণ ট্যাঙ্ক, ৯ হাজার লিটারের একটি ট্যাঙ্ক, কয়েক ড্রাম বিটুমিন ও নগদ টাকা জব্দ করা হয়।
জানা গেছে, মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত তরল বিটুমিনের ১৮ হাজার লিটারের ট্যাঙ্ক গাড়িগুলো চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে গমন করে। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিটুমিনও পরিবহন হয়ে থাকে। দীর্ঘদিন ধরে বে-টার্মিনাল সড়ক ব্যবহার করে আসছে গাড়িগুলো। এ সুযোগে বিটুমিন চুরিকে কেন্দ্র করে বে-টার্মিনাল সড়কে গড়ে ওঠেছে চোর চক্রের সিন্ডিকেট।
সীতাকুণ্ডের ফৌজদারহাট বে-টার্মিনাল সড়ক সংলগ্ন মুখ থেকে একশো মিটার দূরে গড়ে তোলা হয়েছে চোরাই বিটুমিনের এ ডিপু , যেখানে ট্যাঙ্ক গাড়িগুলোকে অবৈধভাবে নিয়ে বিটুমিন চুরি করে আসছে চোর চক্র।
রোববার সন্ধ্যায় ৩ শতক জায়গার উপর গড়ে তোলা ওই ‘ডিপু’ চোর চক্রের কয়েকজন সদস্যকে বিটুমিন চুরি করতে দেখে স্থানীয়রা র্যাবকে জানান । এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম। পরে র্যাবের একটি দল ওই ডিপুতে অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে এ ডিপুতে অভিযান পরিচালনা করি। ৩ জনকে আটক করা হয়েছে। বিটুমিনের ট্যাঙ্কগুলো জব্দ করে অভিযানের পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে।
এ সময় সাংসদ দিদারুল আলম বলেন, বিটুমিন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহৃত হয়। এ ডিপুটি সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তুলেছে একটি চোর চক্র। বন্দর থেকে বের হওয়া গাড়ি থেকে কম দামে বিটুমিন কিনে খোলা বাজারে বিক্রি করে আসছে এ চক্রটি। এতে সরকার ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হচ্ছে।
মেজবাহ খালেদ/ এন ই / সিআইডি ;