ডেস্ক নিউজ । ।
হযরত খাজা কালুশাহ্ (রহঃ) নগর এলাকাবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত মান উল্ল্যাহ্ ফৌজদার সড়ক মেরামত ও ড্রেন নির্মান এর কাজ আজ উদ্ভোধন করেছেন সলিমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার নজরুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন , ইলিয়াছ মিয়া বাচ্চু , হেলাল উদ্দীন , সাইফুদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।
এসময় মেম্বার নজরুল ইসলাম বলেন, মাননীয় এম.পি. মহোদয় জনাব আলহাজ্ব দিদারুল আলম কর্তৃক উদ্বোধন পরবর্তি ড্রেনের কাজ শুরু হওয়ায় হযরত খাজা কালুশাহ্ (রহঃ) নগরবাসীর পক্ষ থেকে প্রানঢ়ালা শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, আমি ৫ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েই সর্বপ্রথম এম পি মহোদয়ের উন্নয়নমূলক কাজের সহযোগিতা করতে পারায় ৫ নং ওয়ার্ডের জনগনের পক্ষ থেকে আবারো মোবারকবাদ ও অভিনন্দন।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;