ডেস্ক নিউজ । ।
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক গাছ ও পাহাড় কেটে জায়গা দখল করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে।
আদালতের মামলা ও সীতাকুণ্ড থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের জঙ্গল কাটগড় মৌজার বিএস ১২ নং খতিয়ানের ৩ ও নং ৪ দাগের ৬.২৯ বা ৬ একর ২৯ শতকের আন্দরে ৪ একর সম্পত্তি অসহায় ও হতদরিদ্র রফিক উদ্দিন সিদ্দিকী গত ৩৫ বছর পূর্বে দেলদার আহমেদ থেকে ক্রয় করার পর ভোগ দখল করে আসছিলেন। গত রোববার সকাল ১০টায় পাহাড়ি টিলার বিভিন্ন প্রজাতির গাছ ও পাহাড় কেটে জায়গা দখলের চেষ্টা করে এস.কে. এম এলাকার আলী চৌধুরী পাড়ার রফিক চৌধুরীর নেতৃত্বে জাহেদ চৌধুরী ও তাদের পিতা আলহাজ খাইরুল বশর চৌধুরীসহ ১০-১৫ জনের একটি গ্রুপ। এ সময় জায়গার মালিক মো. রফিক উদ্দীন সিদ্দিকী, মো. নুরুল আজম গাছ কাটায় বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। জোরপূর্বক প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মূল্যবান পাহাড়ি টিলার গাছ কেটে জাগায় দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। পরে আহত নুরুল আজম ও রফিক উদ্দীন সিদ্দীকী চট্টগ্রাম আদালতে ১৪৫ ধারা এবং সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আলহাজ্ব খায়রুল বশর চৌধুরী বলেন, প্রতিপক্ষগণ বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছেন। যেহেতু প্রতিপক্ষরা বিএস মূলে মালিক দাবিদার সেহেতু বিএস এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া জায়গা আমাদের দখলে আছে।
সীতাকুণ্ড থানার এএসআই রূপম চন্দ্র কর বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাজ বন্ধ করতে বলা হয়েছে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;