পুরনো বই নষ্ট না করে আদর্শ ছাত্র যুব সমাজের হাতে তুলে দেয়ার আহ্বান
পুরনো বই নষ্ট না করে আদর্শ ছাত্র যুব সমাজের হাতে তোলে দিয়ার আহ্বান

সরোয়ার উদ্দিন নিরব, সীতাকুণ্ড । ।

আপনার ঘরের পুরাতন বই গুলি নষ্ট না করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর হাতে তুলে দিয়ার জন্য আহ্বান জানিয়েছেন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সভাপতি আদর্শ রিফাতুল ইসলাম।

তিনি বলেন, আমাদের ঘরে বিভিন্ন ধরনের বই পড়ে আছে যা আমাদের তেমন প্রয়োজন নেই। আর সেই বই হতে পারে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজনীয়।  এই বিষয়টি লক্ষ্য রেখে আমরা আপনার উপহার গুলো দিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগীতা করছি এবং করতে চায়। তাই আমাদের সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।  আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন-০১৮৮২৮১৪১৬৩ কমর আলী, মিরসরাই, চট্টগ্রাম।

রেফারেন্স হিসেবে কাজ করছে, 'আদর্শ ছাত্র ও যুব সমাজ' তাহের মঞ্জুর কলেজ, সীতাকুণ্ড চট্টগ্রাম। প্রয়োজনে সমগ্র বাংলাদেশ থেকে এ বই সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

মেজবাহ খালেদ / এনই / সিআইডি;