সীতাকুন্ডে সওজ এর জায়গা দখল ও সড়কের গাছ কেটে উজাড়
সওজ এর জায়গা দখল ও সড়কের কাটা গাছ

নিউজ ডেস্ক। ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের টেরিয়াইল বাজারের দক্ষিনে পূর্ব পাশের সরকারী খাস জমি বালি দিয়ে ভরাট চলছেই।
ইউনাইটেড ট্রেডার্স প্রোঃ মো,ইউনুস নামে সাইন বোর্ড লাগিয়ে প্রভাব খাটিয়ে এসব সরকারী জায়গা ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতরাত আনুমানিক ২টায় দুটি বালি ভর্তি ড্রাম ট্রাক আটক করে সীতাকুন্ড মড়েল থানা পুলিশ। এই বিষয়ে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো,দেলোয়ার হোসেন বলেন, গভীর রাতে সরকারী জায়গা দখলের অপচেষ্টাকালে বালি ভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
এস আই জুলফিকার জানান,সড়ক ও জনপদের জায়গার দখলস্বত্ব কাগজপত্র দেখাতে না পারায়, আইনি ব্যবস্হা নেয়া হবে।
এ বিষয়ে বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দীন রায়হান বলেন, এই জায়গায় সড়েকর খাস জায়গা ছাড়া ও এনেমি সম্পত্তি রয়েছে, যা দখল করা রীতিমতো আইনত দন্ডনীয় অপরাধ।
সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন,যারা সড়ক ও জনপদের জায়গা দখল করে মাটি ভরাট ও রাস্তার গাছ কেটেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেয়া হবে।
সওজ এর উপ বিভাগীয় প্রকৌশলী মো,রবিউল হোসেন সরেজমিনে এসে হতবাক হয়ে যান বেশ কয়েকটা সরকারী গাছ কেটে ফেলা হয়েছে। এভাবে গাছ কাটা ও সরকারী জমি ভরাট করা দন্ডনীয় অপরাধ হয়েছে বলে জানান।
প্রকৌশলী মো,শহিদুল ইসলাম কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো,আব্দুল্লাহ কে ফোন করে অনুরোধ জানান,উক্ত জায়গায় কেউ ড্রোজার, স্কেভেটর,ট্রাক নিয়ে ভরাট কাজে আসলে যেন আটক করা হয়।
এ অবস্থায় ইউনাইটেড কোম্পানির বালি ভরাটের দায়িত্বে নিয়োজিত কাজল ও শওকত বলেন, আমরা বালি ভরাট করার কাজ করছি। মালিকপক্ষ কাগজপত্র দেখাবে। ইউনাইটেড ট্রেডার্সের সাইনবোর্ডে দেয়া নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।