কাল জাতীয় গ্রন্থাগার দিবস।
-

অনলাইন ডেস্কঃ

জাতীয় গ্রন্থাগার দিবস আগামীকাল। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীর শাহবাগের গ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান সংস্কৃতি সচিব আবুল মনসুর। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবুবকর সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসের উদ্বোধনী আয়োজনে বেলা ১১টায় জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে মূল আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি সচিব বলেন, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়া, সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাৎপদতা দূর করা, শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবেশ সৃষ্টি, সহনশীল সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধ সৃষ্টিসহ জনগণের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশে গ্রন্থাগার ও গ্রন্থাগার দিবসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আলোকিত জাতি গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর সেই শুরু থেকে গ্রন্থাগার এখন আধুনিক রূপে আমাদের সামনে। দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, সরকারি গ্রন্থাগারগুলোতে অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণসহ দেশের প্রায় প্রত্যেকটি গ্রন্থাগার এখন বিপুল উন্নতি সাধন হয়েছে।