নতুন রূপে আসছে জি-মেইল।
-

অনলাইন ডেস্কঃমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জি-মেইল সেবায় এবার যুক্ত হচ্ছে গুগল চ্যাট, গুগল মিট এবং গুগল স্পেস। ফলে অল্পদিনের মধ্যেই নতুন জি-মেইল উইন্ডোতেই এ তিনটি সার্ভিস দেখতে পাবেন ব্যবহারকারীরা। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক থেকেই জি-মেইলের এ ইন্টিগ্রেটেড ভিউ দেখতে পাবেন। অর্থাৎ চলতি বছরের জুন থেকেই জি-মেইল ব্যবহার করা যাবে এ নতুন ইন্টারফেসে।

এরই মধ্যে গুগল ওয়ার্কস্পেসের এ ডেভেলপমেন্ট নিয়ে একটি ব্লগও প্রকাশ করে সার্চ ইঞ্জিন গুগল। সেখানে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীরা জি-মেইলের এ ইন্টিগ্রেটেড ভিউ পরীক্ষা করতে পারবেন।

একটি অফিসিয়াল ঘোষণায় গুগলে জানিয়েছে, নতুন লেআউটে ইমেল, চ্যাট, স্পেস ও মিট এ চারটি বাটনে সুইচ করার অপশন দেওয়া হবে ব্যবহারকারীদের। এর আগে জি-মেইল, চ্যাট এবং মিট-এর সেই একত্রিত লেআউট আর থাকছে না।

ব্যবহারকারীরা এবার থেকে একবারে চারটি বাটনের যে কোনো একটি একটু বড় আকারে দেখতে পারবেন। একইসঙ্গে আবার থাকবে নোটিফিকেশন বাবলের সাপোর্ট। যার মাধ্যমে অন্যান্য ট্যাব যেগুলো গুগল সাজেশন দিতে থাকে, সেগুলো সম্পর্কে আপ টু ডেটও থাকতে পারবেন ব্যবহারকারীরা।

জি-মেইলের এ আসন্ন আপডেটটি ব্যবহার করতে পারবেন বিজনেস স্টার্টার, বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ অ্যাসেনশিয়ালস, এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন ফান্ডামেন্টালস, এডুকেশন প্লাস, ফ্রন্টলাইন, ননপ্রফিট, জি স্যুট বেসিক ও বিজনেস কাস্টমার এবং গুগল ওয়ার্কস্পেস অ্যাসেনশিয়ালসের কাস্টমার যারা নন তারাও।