শাহরুখ-আলিয়ার নতুন ছবি ৮০ কোটি টাকায় বিক্রি!
-

অনলাইন ডেস্কঃ

অভিনেত্রী আলিয়া ভাটের প্রযোজনায় এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এর সহ-প্রযোজনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ডার্লিংস’। ৮০ কোটি টাকায় ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু।

যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। ইতিমধ্যেই সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সাত পাকে বাঁধা পড়ছেন লাভ-বার্ডসখ্যাত রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে— চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারে ইতোমধ্যেই শুরু হয়েছে, এ হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতি।