অনলাইন ডেস্কঃ
ভালোবাসা দিবসের জন্য নির্মিত হলো ওয়েব ফিকশন ‘বাবার লেখা শেষ চিঠি’। রাকায়েত রাব্বির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। বাবা ও মেয়ের গল্পে নির্মিত ওয়েব ফিকশনটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও আশীষ খন্দকার।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে টানা তিন দিন চিত্র ধারণ হয়েছে। নির্মাতা বলেন, ‘ভালোবাসার অন্যরকম একটি গল্প এটি। একটা মেয়ে যখন ঘর থেকে পালিয়ে যায় তখন তাদের এটা উপলব্ধি হোক যে-তিনি আসলে কাদের ফেলে যাচ্ছেন, কাদের রেখে যাচ্ছেন? এমন একটি স্পর্শকাতর বিষয় দিয়ে ফিকশনটি নির্মাণ করেছি। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে। ’ ১৪ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ ওয়েব ফিকশনটি।