স্টার অব দ্য উইক : লতা মঙ্গেশকর।হারালাম আমরা
-

অনলাইন ডেস্কঃ

আট দশক ধরে সুরের আবেশে মাতিয়ে রেখেছিলেন এই কিংবদন্তি। রবিবার সেই ‘সুরের পাখি’ উড়াল দিলেন পরপারে। শুধু ভারত, উপমহাদেশের শ্রোতাই নয়, তাঁর মৃত্যুতে শোকাহত বিশ্বের বিভিন্ন প্রান্তের সুরপিয়াসীরা। ১৩ বছর বয়সে মারাঠি ছবিতে গেয়ে যে যাত্রা শুরু করেছিলেন, ৬ জানুয়ারি ৯২ বছর বয়সে শেষ হলো সেই ঘটনাবহুল ভ্রমণ।