আল্লাহু আকবর’ ধ্বনিতে প্রকম্পিত হবে ইরান
-

অনলাইন ডেস্কঃ

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি)  ইরানে উদযাপিত হবে ইসলামি বিপ্লবের বিজয় দিবস। এ উপলক্ষে দেশটিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে স্থানীয় সময় আজ রাত নয়টায় দেশটি প্রকম্পিত হয়ে উঠবে ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। একইসঙ্গে সারাদেশের মসজিদের মিনারগুলো থেকেও ভেসে আসবে একই ধ্বনি।

এছাড়া দেশটির রেডিও ও টিভি চ্যানেলগুলো থেকেও 'আল্লাহু আকবর' ধ্বনি শোনা যাবে। রাত নয়টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যাবে দেশটির আকাশে।

এদিকে করোনা মহামারির কারণে দেশটির আগামীকালের বিজয় শোভাযাত্রা ও মিছিল আয়োজনের ক্ষেত্রে বিশেষ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দেশের যেসব শহর রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে সেগুলোতে পদযাত্রা না করে কেবল গাড়ি শোভাযাত্রা আয়োজনের অনুরোধ করা হয়েছে।

 সূত্র: পার্স টুডে।