অনলাইন ডেস্কঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত আইসিটি প্রতিযোগিতাসমূহে বিজয়ী বাংলাদেশের তরুণদের সংবর্ধনা প্রদান করেন। রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি অডিটরিয়ামে ১৩ ফেব্রুয়ারি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরির মধ্যে পাঁচজন, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ জন, ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপি) ওয়ার্ল্ড ফাইনালসে দুটি ক্যাটাগরিতে ছয়জন, ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড জয়ী তিনজন বিজয়ীসহ প্রত্যেককে ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড চেয়ারম্যান হাবিবুল্লাহ এন করিম, বিসিএস সভাপতি শাহীদ উল মুনীর, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সিএসআইডি পরিচালক জহুরুল ইসলাম প্রমুখ।