অনলাইন ডেস্কঃ
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’- কথাগুলো সত্যি। অনেক শতবর্ষী বৃদ্ধকে দেখেছি বেঁচে থাকার আকুতি। অনেক মানসিক প্রতিবন্ধী; যাদের জীবন সম্পর্কে ধারণা নেই- তারাও বেঁচে থাকতে চায়। অথচ একজন সুস্থ-সবল মানুষ, উচ্চ শিক্ষিত; যাদের সামনে সমূহ সম্ভাবনাময় জীবন- তারা কেন নিজের জীবন বিসর্জন দেয়? কেন তারা আত্মহত্যা করে?
কিন্তু আমি বেঁচে থাকতে চাই। সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে আলিঙ্গন করে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আত্মহত্যা নয়; সংগ্রাম করেই আমি এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই। বেঁচে থাকাটা অনেক সুখের। আমি দুঃখকে উপভোগ করে, কষ্টের মাঝে সুখকে খুঁজতে চাই। আনন্দময় এ মহাবিশ্বের রূপ-রস-গন্ধ উপভোগ করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ধীরে ধীরে একদিন ধরাতলে শয্যা নিতে চাই।
মান্না দের সেই বিখ্যাত গানটি আমার খুব মনে পড়ে:
‘সবাই তো সুখী হতে চাই
তবু কেউ সুখী হয়, কেউ হয় না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি।’
আসলে যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ এবং স্বার্থপর। তারা নিজের কথায় শুধু ভাবে আর পরিবার, সমাজ, সরকারের কাছে তারা ঋণী হয়ে নিজেকে শেষ করে দেয়। তার ঋণ কে পরিশোধ করবে? আর ধর্মীয় দৃষ্টিতে ঋণী হয়ে মারা যাওয়া মহাপাপ। নিজেকে শেষ করে দিয়ে এই মহাপাপ তারা করছে।
পৃথিবীতে চলার পথে হোঁচট খেতে হয়, তাই বলে কি পা কেটে ফেলতে হবে? নাকি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয়। এখানে কষ্ট, দুঃখ থাকবে, থাকবে ছলনা প্রবঞ্চনা। এর মধ্যে নিজেকে মানিয়ে চলতে হবে। তবেই জীবনের মর্ম উপলব্ধি করা যাবে। জন্মিলে মরিতে হবে। মহাকালের এই চিরন্তন সত্য মানুষ কোনোভাবেই এড়াতে পারে না; কেবল টিকে থাকে তার সৃষ্টিকর্ম। তার মহৎ সৃষ্টিকর্মের জন্যই মানুষ অমর হয়ে থাকে সবার মাঝে।
অনেক সফল মানুষ দেখেছি, যারা হাজারও কষ্ট, দুঃখ, ছলনা, প্রবঞ্চনাকে পায়ে দলিয়ে নিজ লক্ষ্যে পৌঁছেছে। অনেক মানুষকে শতকষ্টের মাঝেও হাসতে দেখেছি। অনেক প্রতিবন্ধী-বিকলাঙ্গ মানুষ আছে; যারা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তাহলে সুস্থ-সবল উচ্চশিক্ষিত; যাদের কাছে পরিবার, সমাজ সংসার অনেক কিছু আশা করে; তারা কেন আত্ম-বিসর্জন দেবে?
জীবনসংগ্রামের মধ্যে দারিদ্র্য ও দুঃখ তাকে বিচলিত করে তবুও পৃথিবীর মায়া ছাড়তে চায় না কোনো মানুষ। পৃথিবীতে আপনজনের মায়াবন্ধন কেউই ছাড়তে চায় না, সবাইকে নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চায়।
আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। এখানে বেঁচে থাকাটা অনেক সুখের। নিজেকে আশপাশের মানুষ-প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে দেখুন- এর রূপবৈচিত্র্য বড়ই সুখের। জ্যোৎস্না রাত, মিটিমিটি তারা, বর্ষার বারিধারা, মেঘের খেলা, হেমন্তের অপূর্ব সৌন্দর্য, শীতের শিহরণ, বসন্তের রূপ-লাবণ্য, প্রকৃতির এমন অপার সৌন্দর্য দেখে আমি আত্মহারা হয়ে পড়ি। আর প্রাণ খুলে কবির ভাষায় বলতে ইচ্ছা করে- ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।’