সম্পদ লাভের দোয়া
-

অনলাইন ডেস্কঃ

উচ্চারণ : ‘ইয়া রব্বি, লা-গিনান লি আন বারাকাতিক’।

অর্থ: ‘হে আল্লাহ, আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই।


উপকার : মানুষ কখনো কখনো আকস্মিক সম্পদ লাভ করে। সেই মুহূর্তে কী করণীয় সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন রাসুল (সা.)। কোনো ব্যক্তি সেই মুহূর্তে এই দোয়া পড়লে সে লোভী-নাশোকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, একদা আইয়ুব (আ.) নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তাঁর ওপর স্বর্ণের এক ঝাঁক পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন।

তখন তাঁর রব তাঁকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখতে পাচ্ছ, তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দিইনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, হে রব! কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষীহীন নই। (বুখারি, হাদিস : ৩৩৯১)।