সাদ্দাম হোসেনঃ
সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রগতিশীল মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার বিকেলে কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আহ্বায়ক মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মো. আলফাজ উদ্দীন এর সঞ্চালনায় পবিত্র কোরান থেকে তিলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।
প্রধান আলোচক ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সীযুপ্রফার প্রধান উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, কুমিরা আবাসিক বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, কুমিরা রোজ গার্ডেন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. খোরশেদ আলম, সীযুপ্রফার উপদেষ্টা এম আলাউদ্দিন চৌধুরী, উপদেষ্টা সাংবাদিক কবির শাহ দুলাল, ইসস ওয়েলফেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউনুস, পাগলের বন্ধু যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. তাহের, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলার যুগ্ন আহ্বায়ক মো. জামাল উদ্দীন, সাংবাদিক জয়নাল আবেদীন, মানবতা ফাউন্ডেশনের সভাপতি রকিসহ প্রমুখ। আলোচনায় অংশ নেয় সীযুপ্রফা পরিবারের সদস্য বৃন্ধ।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সম্মাননা পুরস্কার, সার্টিফিকেট ও ২০২২ সনের ক্যালেন্ডার দিয়ে মোট ১০৯ জন শিক্ষার্থীকে সম্মানিত করে সীযুপ্রফা।
মেধা তালিকায় অংশগ্রহণকারী স্কুলগুলো হল লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় ও খাদিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসা।