যদি বর্ষে ফাল্গুনে…
ফাগুনের বৃষ্টি ছবি (সংগৃহীত)

অনলাইন ডেস্কঃ

যদি বর্ষে ফাল্গুনে, চিনা কাউন দ্বিগুণে’। অর্থাৎ ফাল্গুন মাসে বৃষ্টি হলে চিনা ও কাউনের ফলন দ্বিগুণ হয়। এ বচন খনা বা ক্ষণা নামের জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারীর। এ বচনের মর্মার্থ হলো, ফাল্গুনের এ বৃষ্টিতে কৃষকের লাভ, কৃষির লাভ। খনার এ বচন কোনোভাবেই ফেলনা নয়। যুগ যুগ ধরে খনার এ বচন সত্যিই প্রমাণিত হয়ে আসছে। ফাল্গুন এলেই বৃষ্টি নেমে আসে। কখনো শুরুতে, কখনো মাঝামাঝি, আবার কখনো শেষের দিকে নেমে আসে এ প্রত্যাশিত বৃষ্টি। এর মাধ্যমে ভিজিয়ে দিয়ে যায় কৃষককে, কৃষকের ফলনকে। গতকাল রাতেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রত্যাশিত এ বৃষ্টি নেমে আসে।

তবে তা ভারি ছিল না। তা ছিল ঝিরিঝিরি বৃষ্টি। ফলে এবারের ফাল্গুনেও দেখা মিলেছে এ ‘মাঙ্গলিক’ বৃষ্টি। রাজধানী ঢাকার আবহাওয়া অফিসও এমন হালকা বৃষ্টির আশঙ্কা করেছিল। তাদের সে আশঙ্কা পূর্ণতা পেয়েছে। আবহাওয়া অফিসসূত্র জানায়, এ বৃষ্টি লাগাতার থাকবে না। একটু হয়ে থেমে যাবে।