দল বেঁধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের সকল সংগঠন
যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো মহান বিজয় দিবস। জাতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে ফুলেল শুভেচ্ছা
জানিয়ে স্মরণ করল জানা-অজানা সেইসব শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের
আর পতাকার জন্য প্রাণ দিতে হয়েছে লাখো শহীদের।
লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত বিজয়ের আনন্দকে রোমন্থন করতে প্রতিবছর দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে আমাদের বিজয় উৎসব। ৪৮তম বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ৬টা ৪০ মিনিটে সর্বপ্রথম স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দু’জনে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল তাদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকর্তৃক ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সাইদ খোকন, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গতকাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল
দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি গতকাল সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের,সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমের,নেতৃত্বে গতকাল
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সংঘঠনে সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে গতকাল চট্টগ্রাম শহীদ মিনার ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সংগঠনের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।