ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
-

অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইলের কালিহাতীতে বালুভর্তি ট্রাকচাপায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার  রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। আহত মোটরসাইকেলচালকের নাম হৃদয়।

জানা যায়, রবিউল ও হৃদয় মিলে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছলে বালুভর্তি একটি ট্রাক এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রবিউল সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’