অনলাইন ডেস্কঃ
রাজধানীর রূপনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু। নিহতরা হলেন—মিলন হোসেন, শামীম হোসেন ও হারুন। তাদের মধ্যে মিলন ফুডপান্ডায় কাজ করতেন আর হারুন মোটরসাইকেল মেকানিক ছিলো।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে রূপনগর থানার বিরুলিয়া বেড়িবাঁধের সাদি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বন্ধু রুবেল জানান, বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিরুলিয়া সাদি পেট্রল পাম্পের সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় মিলন ও শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আর শামীম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রূপনগরে মোটরসাইকেল-ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সঙ্গে সঙ্গে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।