ধামরাইয়ে ইউপি সদস্য গ্রেফতার
-

অনলাইন ডেস্কঃ

ঢাকার ধামরাইয়ে এক পুরুষ ও নারীকে আটকিয়ে নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ আরেক ইউপি সদস্যের ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন ও ২ নং ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেনের ভাতিজা হৃদয় হোসেন।

তাদের শনিবার পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে জানা গেছে।

নির্যাতনের ঘটনায় শুক্রবার রাতে বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিত যুবকের বাবা একই ইউনিয়নের ঈশাননগর গ্রামের বাবুল হোসেন।