পঞ্চগড়ে ৭ বছরের শিশু ধর্ষক আজিজকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ
ফাইল ফটো

পঞ্চগড় থেকে  সফিকুল আলম দোলনঃ পঞ্চগড়ে ৭ বছরের শিশু ধর্ষক আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরির্দশক আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানা পুলিশের সহযোগিতায় ধর্ষক আজিজকে গ্রেফতার করা হয়। আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গত ৮ আগষ্ট বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের লোকজন জানায়, শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এমন সময় পাশের বাড়ির ভ্যান চালক আব্দুল আজিজ (৫০) নিজের বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। শিশুটি না যেতে চাইলে তার হাতে ২০ টাকার একটি নোট দিয়ে এক প্রকার টেনে হিচরে বাড়িতে নিয়ে যায় আব্দুল আজিজ। এক পর্যায়ে ওই শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবার ও প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঐ দিন রাতেই শিশুটির বাবা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।  

পঞ্চগড় সদর থানার ,উপ-পরিদর্শক আব্দুল জব্বার জানান, শিশু ধর্ষক আজিজকে ঢাকার শ্যামপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।